বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে পকেটমারের ছবি প্রচারণার অপরাধে এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। সোমবার বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করে বামনা থানা পুলিশ। মঙ্গলবার আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে।
জানা যায়, এক গাছ ব্যবসায়ির পকেট থেকে টাকা নেওয়ার সময় জনতার হাতে আটক পকেটমার রবিউল ইসলাম (১৯) কে গনধোলাই ও তাঁর মাথার চুলকেটে ভিডিও সামাজিক মাধ্যম প্রচার করা হয়। পুলিশ ফেসবুকে ভিডিও দেখে জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রলীগ নেতাকে আটক করে। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করে।
বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ওই ঘটনায় একটি চুরি মামলা ও তাকে মারধরের ঘটনায় আর একটি মামলা নিয়ে ছাত্রলীগ নেতা ও পকেটমারকে আদালতে পাঠানো হয়েছে।