বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এম,নোমান চৌধুরী, চরফ্যাসন প্রতিনিধি৷৷
দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সময়ের চিত্র পত্রিকার সম্পাদক এ আর এম মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভোলা চরফ্যাশন প্রেস ক্লাব ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাসন প্রেসক্লাবের সামনে ও চরফ্যাশন সদর রোডে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচী পালিত হয়৷
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাবেক সদস্য সচিব ইয়সিন মোহাম্মদ, সাংবাদিক কল্যান তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব ও দৈনিক যুগান্তর পত্রিকার চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি এম আমির হোসেন, প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি আবু সিদ্দিক, কার্য নির্বাহী সদস্য কামাল মিয়াজি, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নোমান শিকদার, সম্পাদক মিজান নয়ন ও দৈনিক সংবাদের প্রতিনিধি জামাল মোল্লা, চরফ্যাশন নিউজ২৪ প্রতিনিধি আমিনুল ইসলাম, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার, দৈনিক আমার সংবাদ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি এম, নোমান চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন৷
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ । সাংবাদিকরা সমাজ ও রাস্টের দর্পন হিসেবে কাজ করে। সাংবাদিকরা সমাজ ও রাস্ট্রে ন্যায় নিতি বাস্তবায়নে কাজ করছে। আর তাদের ওপর নির্যাতন অনাকাঙ্খিত ঘটনা।
বক্তৃতায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, মামলা নিয়ে তালবাহানা না করে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করুন৷
জনকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সময়ের চিত্র পত্রিকার সম্পাদ এ আর এম মামুনের ওপর সংবাদ প্রকাশের জের ধরে কতিপয় শিক্ষক কর্তৃক সন্ত্রাসী হামলার নিন্দা, প্রতিবাদ ও অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত বক্তারা৷
হামলায় আহত সাংবাদিক মামুন জানান, ঘূর্নিঝড় আম্ফান পরবর্তী দক্ষিণ চর মঙ্গল সরকারি প্রথমিক বিদ্যালয়ের নামে সংস্কার কাজ না করে প্রধাণ শিক্ষক গোলাম হোসেন সেন্টু দেড় লাখ টাকা আত্বসাত করার সংবাদ প্রকাশ করায় গত শুক্রবার রাতে শিক্ষক জাকিরসহ একদল সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমাকে অপরাধীরা হত্যার হুমকি দেয়।