বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ ঢাকার নারায়নগঞ্জ এর সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালঅম জামে মসজিদে বিস্ফোরনের ঘটনায় পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের দরিতালুক গ্রামে নিহত গার্মেন্টস কর্মী ইব্রাহিম বিশ^াস (৪৩) এর পরিবারকে নগদ ২০ হাজার টাকা, ৩০ কেজি চাল ও ৩ কেজি ডাল দিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালেয় নিহত গার্মেন্টস কর্মী ইব্রাহিম বিশ^াসের বাড়িতে পৌছে নিহতের স্ত্রী গার্মেন্স কর্মী নাসরিন বিশ^াসের হাতে সরকারের দেয়া নগদ ২০ হাজার টাকা, ৩০ কেজি চাল ও ৩ কেজি ডাল হস্তান্তর করেন সদর উপজেলার নির্বাহী অফিসার লতিফা জান্নাতী। এ সময় উপস্থিত ছিলেন লাউকাঠী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা প্রকৌশলী বিভাগের ইঞ্জিনিয়র মোঃ লুৎফর রহমান, দরিতালুক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসারের পিএ-টু মোঃ জাকির হোসেন, নিহতের মেয়ে মাস্টার্স পড়–য়া ছাত্রী মারিয়াম, ছেলে বিএ পড়–য়া ছাত্র ইমরান হোসেনসহ অন্যান্য স্বজনরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশ গত ৬ সেপ্টেম্বর রবিবার সকাল ৮টায় নিহত ইব্রাহিম বিশ^াসের জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ইবরাহিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।