বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
র্যাবের অভিযানে বরগুনা জেলার আমতলী থানাধীন আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে ম্যাগনেট পিলার প্রতারণার চক্রের ১ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিলার, দুইটি চুম্বক চাকতি এবং চুম্বক টেস্ট কিট জব্দ করা হয়।
আটক মো. ফরিদ উদ্দিন (৫০) আড়পাঙ্গাশিয়া এলাকার মৃত সামসু মোল্লার ছেলে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৮এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে র্যাব-৮ সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পরিচালক) মো. রবিউল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক মো. ফরিদ উদ্দিন আমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে প্রতারণার করে আসছিলেন। কথিত এই পিলারে অবস্থিত চুম্বক চাকতি অতিউচ্চ ক্ষমতা সম্পন্ন, যা কিনা শুকনো ধানকেও আকৃষ্ট করতে পারে এবং একেকটি চুম্বকের মূল্য কোটি টাকার উপরে বলে প্রচলিত আছে। তারা ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং স্যাম্পল হিসেবে চুম্বকের চাকতি দেখায়।
এই চাকতির গায়ের খোদাই করে লেখা থাকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ‘১৮১৮’ এবং মাঝে লেখা থাকে ড্যাঞ্জার।
চুম্বকটি যে আসল তা প্রমাণ করতে টেস্ট কিট হিসেবে ব্যবহার করে শুকনো ধান যা একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত থাকে। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, চাকতিগুলো তারা নিজেরাই তৈরি করে এবং যে ধানগুলো দিয়ে টেস্ট করা সেগুলোর ভিতরে পূর্ব থেকেই সূক্ষ্মভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই চুম্বকের প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছেন।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।