বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগামী ১৯ ই সেপ্টেম্বর বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ ময়মনসিংহ জেলা সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা অধিনস্থ ১৩ উপজেলার নেতৃবৃন্দের সাথে ময়মনসিংহ শহরের মুসলিম হাই স্কুল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার আহবায়ক ফরিদ উদ্দিন বাদল। সঞ্চালনায় ছিলেন ফুলবাড়িয়া উপজেলার আহবায়ক আব্দুল লতিফ খান। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মোকছেদুল মোমেন সবুজ ও সহধর্ম বিষয়ক ইলিয়াস কাঞ্চন, ময়মনসিংহ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, আজাহারুল আমিন সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত সদস্যবৃন্দ আসন্ন সম্মেলন সফল করার জন্য সকল উপজেলার পক্ষ থেকে সর্বাত্নক সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।