বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬সেপ্টেম্বর।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ন এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সোমবার তফসিল ঘোষণার পর সাধারন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এদিকে স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে অংশগ্রহন ইচ্ছুক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট যুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছেন। এতে গ্রামীন এ জনপদ উৎসব মুখর হয়ে উঠতে শুরু করেছে। তাবে চেয়ারম্যান পদে একাধিক প্রাথর্ীর নাম শোনা গেছে। এছাড়া চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকের মনোনয়ন পেতে নিজ নিজ দলের হেভিওয়েট নেতাদের কাছে দৌড় ঝঁাপ শুরু করেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ জানান, ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রাথর্ীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখ ২০১৫ সালের ৯ মে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।