বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামটা দেখে আরো অনেকের মতো আপনি হয়তো চমকে যেতে পারেন। সেরকম শিরোনাম দেখে মেহের আফরোজ শাওনও চমকে গিয়েছিলেন। অধীর হয়ে প্রশ্ন করতে পারেন-ঘটনাটা কি একটু বলুনতো!
ঘটনাটি হলো- মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতেই গুজব উঠেছে বিয়ে করেছেন তাহসান-শাওন। আর এমন গুজব নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে জানিয়েছেন শাওন নিজেই।
পাঠকদের জন্য শাওনের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-
গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল।
একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যিখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি… অবশেষে!!!উল্লেখ্য, বেশ কিছুদিনের গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। শুক্রবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ কলকাতায় লেক গার্ডেনসে সৃজিত মুখার্জির বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।
গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল।
একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যিখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!), কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…
অবশেষে!!!