বরিশাল ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন না ফেরার দেশে চলে গেলেন (ইন্না-লিল্লাহ ওয়ালিল্লাহি রাজিউন)। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বেশ কয়েকদিন যাবৎ তিনি হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। তার হার্টে রিং বসানোর কথা ছিল বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন। গতকাল বিকালে তিনি তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। সাদ্দামের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এ নেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সহকর্মীরা আহজারি করতে থাকেন। এদিকে ছাত্রলী নেতা সাদ্দাম হোসেনর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।