বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় জেলার বাউফল থানার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৫৪৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১১,৩৬,২৫০ টাকা। এ অবৈধ পলিথিন ব্যবসার সাথে জড়িত অনিল দেবনাথ (৩৩) আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন আটককৃত আসামীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন-২০১০) এর ধারা ১৫(১) টেবিল ক্রমিক ৪(ক) এর বিধান লংঘনের অপরাধে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত পলিথিন সমুহ পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালীর নিকট হস্তান্তর করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন। ভবিষ্যতে র্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম সাংবাদিকদের জানান। #