মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে বাবা-মা - The Barisal

মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে বাবা-মা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৮ ২০২০, ০৬:২০
  • 737 বার পঠিত
মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে বাবা-মা
সংবাদটি শেয়ার করুন....

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে বাবা-মা। মেয়ে হত্যার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে হতদরিদ্র পরিবারে বাবা-মা। মেয়েকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে এখনও বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে জামাইসহ শ্বশুর বাড়ির লোকেরা। এ যেন দেখার কেউ নাই। এ বিষয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারা যাওয়া মেয়ের বাবা একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কাদের হাওলাদারের ছেলে মো. কাওসার হাওলাদার (পলাশ) এর সাথে রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া ইউনিয়নের চর যমুনা গ্রামের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ির মো. জয়নাল মাঝির মেয়ে বিথি আক্তার মিষ্টির সাথে ইসলামী শরীয়ত মোতাবেক প্রায় দেড় বছর পূর্বে বিবাহ হয়। কিন্তু প্রায় ৬ মাস আগে মো. কাওসার হাওলাদার (পলাশ) প্রায়ই বিথি আক্তার মিষ্টির ওপর নির্যাতন চালাতো এবং তার পিতার কাছ থেকে যৌতুক হিসেবে ২ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু বিথি আক্তার মিষ্টি স্বামীর এই দাবী মেনে না নেয়ায় তার ওপর নেমে আসে আরও নির্মম নির্যাতন। এরই জের ধরে গত ৩০ নভেম্বর ২০১৯ খ্রিঃ সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ বিথি আক্তার মিষ্টির লাশ উদ্ধার করে। বিথি আক্তার মিষ্টির বাবা মো. জয়নাল মাঝি বলেন, যৌতুকের জন্য কাওসার হাওলাদার প্রায়ই আমার মেয়েকে নির্যাতন করত। ২৯ নভেম্বর আমার মেয়ে ধান সিদ্ধ করা অবস্থায় কাওসার হাওলাদার আমার মেয়েকে বেধরক পেটাতে থাকে। একপর্যায়ে পিটুনীতে আমার মেয়ে মারা গেলে পরের দিন সকালে তার লাশ ঝুলিয়ে রেখে সে ফাঁসি দিয়েছে বলে আমাদেরকে জানানো হয়। পরে গলাচিপা থানা পুলিশ লাশ উদ্ধার করে পটুয়াখালী ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে, নিহত বিথি আক্তার মিষ্টির মা মিনারা বেগম আরও জানান, বিথি আক্তার মিষ্টির শরীরের বিভিন্ন অংশে এবং গলায় আগাতের চিহ্ন রয়েছে। পরে তিনি মেয়ের বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করন। মামলা নং গচ-১৮০/১৯। এত বড় ঘটনা ঘটার পরও মো. কাওসার হাওলাদার (পলাশ) ও তার পরিবারের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে গলাচিপা থানার এস.আই আসাদ আল মামুন জানান, এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমাকে থানা থেকে তদন্ত ভার দেওয়া হয়েছে। সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট