বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
জেলার পাথরঘাটায় ঘরের পাটাতন ভেঙে এর নিচে চাপ পড়ে মুহূর্তে নিথর হলো গোলাম কিবরিয়া নামে পাঁচ মাসের এক ফুটেফুটে শিশু। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশু কিবরিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিবরিয়া একই ওয়ার্ডের মো. কবির হাওলাদারের ছোট ছেলে।
মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো শিশু কিবরিয়াকে গোসল করানোর পর তাকে খাটে শুইয়ে দেয়া হয়। ঠিক সে মুহূর্তে জরাজীর্ণ ঘরের পাটাতন ভেঙে খাটের ওপর শুয়ে থাকা কিবরিয়ার ওপর পড়ে। তাৎক্ষণিক পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থকমপ্লেক্সের চিকিৎসক আমানাতুল্লাহ পারভেজ বলেন, এখানে নিয়ে আসার পর শিশুটির মৃত্যু হয়। সম্পাদনা: জেরিন আহমেদ