বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি, ১৯ সেপ্টেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় বিশক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নিবীর চন্দ্র শীল (১৭) নামের এক শিক্ষাথর্ীর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। শনিবার দুপুরের দিকে সবার অগোচরে সে বাড়িতে থাকা চালোর পোকা দমনের বিশক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। কিছুক্ষন পর অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে কলাপাড়ায় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ওই শিক্ষাথর্ী পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের নির্মল চন্দ্র শীলের ছেলে। এ বছর তার মা মারা যাওয়ার পর বাবা নতুন বিয়ে করেন। উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের তার মামা পিন্টুর বাড়িতে থেকে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পড়াশোনা করত।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন,আভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে