বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৯ সেপ্টেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের বসতঘর পুনরায় তালিকাভূক্ত করার দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া জেলে পল্লী এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েকশ মানুষ অংশগ্রহন করেন। তাদের দাবি করেন, কয়েকদিন আগে এলএ শাখার কর্মকর্তারা তাদের ইচ্ছা মাফিক ঘর গননা করেছে। এসময় শত বছরের পুরনো অনেক ঘর তালিকাভূক্ত করা হয়নি। তাই তারা পুনরায় যাচাই বাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্থদের বসতঘর তালিকা ভূক্ত করার দাবি জানান।