বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় শনিবার রাতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, শনিবার রাতে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহাবুদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মধ্য মোল-াপাড়া গ্রামের লিয়াকত গাজীর ছেলে মো. সাব্বির গাজী (২১), অশোকসেন গ্রামের সুলতান সরদারের ছেলে
মিলন সরদার (১৯) ও পূর্ব সুজনকাঠি গ্রামের মহানন্দ বাড়ৈর ছেলে লিটন বাড়ৈ (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার সকালে এসআই
সাহাবুদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত সাব্বির, মিলন ও লিটনকে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হজতে প্রেরন করা হয়েছে।