বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সভাপতি, উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহা-পরিচালক, শাইখুল ইসলাম শাহ আহমাদ শফি সাহেব (রঃ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে জামিয়া আশরাফিয়া মাদানিয়া(দাওয়ায়ে হাদীস মাদরাসা) পটুয়াখালী, আউলিয়াপুর হোসাইনিয়া ময়দান মাদ্রারাসা, টাউন কালিকাপুর খাদেমুল ইসলাম কওমী মাদরাসা ও সুবিদখালী কারিমিয়া কওমী মাদরাসাসহ পটুয়াখালী জেলা ও উপজেলার সকল কওমী মাদরাসা ও মসজিদে হযরতের রূহের মাগফিরাত ও বেহেস্তে উচ্চ মাকামের জন্য দোয়া কামনা করা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বার্তা প্রেরক , বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) জেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।