বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মোট চার জনেক আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে। লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দীন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি আমরা খতিয়ে দেখছি। তদন্তের স্বার্থে আমরা আর কিছু বলতে চাচ্ছি না।