বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে লালবাগ থানায় দায়ের করা মামলার বাদী এবার নারী নির্যাতন আইনে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন। এ মামলাতেও নুরসহ ছয় জনকে আসামী করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার রাতে নুরসহ ছয় জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রতিবাদে বের করা মিছিল থেকে নুরসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়। চার ঘণ্টার নাটকীয়তা শেষে মুচলেকা নিয়ে পরে অবশ্য তাদের মুক্তি দেয়া হয়।