বরিশালে ঢাবি সাবেক ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - The Barisal

বরিশালে ঢাবি সাবেক ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২০, ০৫:৪৮
  • 737 বার পঠিত
বরিশালে ঢাবি সাবেক ভিপি নুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি)
নুরুল হক নুরের বিরুদ্ধে সাজানো ধর্ষন মামলা প্রত্যাহার ও পুলিশ কতৃক নির্যাতনের অভিযোগে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নগরের আগরপুর রোডস্থ বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বরিশাল মহানগর কমিটি।

 

ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগর কমিটির সমন্বয়ক মেহেদি হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদের মোঃ রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখা সদস্য আকবর মুবিন, বিএম কলেজ শাথার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএম কলেজ শাখার নাজমুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।

 

মানববন্ধনে ছাত্র নেতৃবৃন্দরা বলেন, গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র
সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর সহ কেন্দ্রীয় পাঁচ নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢাকার লালবাগ থানায় মিথ্যা ধর্ষন মামলা দায়ের করা হয়। এর আগেও নুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নানা ভাবে হামলা করা হয়েছে।

 

নেতৃবৃন্দরা আরো বলেন, সোমবার সন্ধ্যায় মিছিল বের হলে পুলিশ নুর সহ নেতৃবৃন্দের উপর হামলা চালায়। গ্রেফতার করা হয় নুর সহ অনান্যদের। পরে পুলিশ তাদের উপর অমানুষিক নির্যাতন করে। এতে করে নুরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তারা বরিশালের ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে নুরের উপর পুলিশি হামলা’র নিন্দা ও মিথ্যা ধর্ষন মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ
মামলায় নুরসহ ছয়জনকে আসামি করা হয়। পরে ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নামলে ভিপি নুরসহ ছয়জনকে আটক করে পুলিশ। অবশ্য ঘণ্টাখানেকের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট