বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে পুলিশের হামলা ও হয়রানীর প্রতিবাদে এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পটুয়াখালী জেলা ছাত্র ও যুব পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
গতকাল ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা কমিটির সহ সমন্বয়ক মহসিন ইসলাম, কলাপাড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদে আহবায়ক বনি আমিন, গলাচিপা উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ আরিফ হোসেন, বাউফল উপজেলা কমিটির সদস্য ওমর ফারুক, জেলা যুব পরিষদের সদস্য মোঃ হালিম প্রমুখ। বক্তারা ডাকসু’র ভিপি নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর পুলিশের হামলা ও হয়রানীমূলক মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ করে মিথ্যা মামলা তুলে নেয়ার দাবী জানান। মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারীরা ভারতের দালালেরা হুশিয়ার সাবধান প্রভৃতি শ্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে। #