বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
উজিরপুর /
উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দেওয়ার অপরাধে আবুল কাসেম হাওলাদার নামক একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে এ আদেশ প্রদান করেন। জানা যায়, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে মোঃ আবুল কাসেম হাওলাদার(৬০) সরকারি ভিপি জমি লীজ গ্রহন করে অন্য পক্ষ দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। ওই জমি অবৈধ পন্থায় লীজ নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর অফিস কক্ষে ঢুকে ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার জোর চেষ্টা চালায়। এ সময় ঘুষ দেওয়ার অপরাধে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করে। উজিরপুর মডেল থানার এ.এস.আই হাসান তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।