বরিশাল ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনায় গাঁজা গাছসহ মাদক বিক্রেতাকে আটক করলো র্যাব
বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুইটি গাঁজার গাছসহ সোহেল হাওলাদার নামে এক মাদক বিক্রেতাকে আটক ককরেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় দিকে র্যাব-৮ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহেলের নির্মাণাধীন বাসার ছাদের টপে রোপন করা বড় বড় ২ টি গাঁজার গাছসহ আটক করা হয়।
প্রমোশনাল খবর
আটক সোহেল উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের নিজাম হাওলাদারের ছেলে।
র্যাব-৮এর পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম বলেন, রাতে সোহেলের বাড়ি তল্লাশি করে তার নির্মাণাধীন ভবনের ছাদে দুইটি বড় বড় গাঁজার গাছ পাওয়া গেছে। তিনি প্রায় ২০/২৫ টি গাছ রোপন করেছিলো। অতিবৃষ্টির কারণে গাছগুলো ছোট থাকতেই মারা যায়। এর মধ্যে ২ টি গাছ বড় হয়। সে দুটিসহ তাকে আটক করা হয়। তিনি নিজে গাঁজা সেবন করে এবং বিক্রিও করে বলে জানায় র্যাব।
পরে আটককৃত সোহেলকে গাঁজা গাছসহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সোহেল নামে একটি মাদক মামলা দায়ের করেন।