বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের হিজলায় যৌতুকের দাবীতে স্ত্রী হত্যা মামলার রায়ে হন্তারক স্বামী মো. মনির হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ বলেন, ২০১৩ সালের ৬ জানুয়ারী রাতে যৌতুকের দাবীতে স্ত্রী মাকসুদা বেগমকে হত্যা করে মনির হোসেন। ওসময় তাদের তিন বছরের একটি শিশু কন্যা ছিল। এঘটনায় মাকসুদার ভাই আলাউদ্দিন মিয়া বাদী হয়ে মো. মনির হোসেনসহ ৪ জনকে আসামী করে মামলা করেন। এই মামলায় ১৩ জনের স্বাক্ষী গ্রহণ করা হয়। তবে ৩ জনকে ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান এবং প্রধান আসামী মনির হোসেনকে ফঁাসির রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই রায়ের মধ্যদিয়ে অনেকেই সচেতন হবেন যে, অন্যায় করলে পাড় পাওয়ার কোন সুযোগ নেই।