বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এবারের এসএ গেমসে ছেলেদের ক্রিকেটেও স্বর্ণালী উৎসব করলো বাংলাদেশ। ফাইনালে শান্ত-সৌম্যরা হেসেখেলেই হারালো শ্রীলঙ্কাকে। সোমবার লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এসএ গেমসের ইতিহাসে শতভাগ সফল বাংলাদেশ। আসরে এর আগে একবারই ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। ঢাকায় সেবারও স্বর্ণ জেতে বাংলাদেশ। নেপালের কীর্তি পুরে ফাইনাল টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর শ্রীলঙ্কার ইনিংস মাত্র ১২২ রানে বেঁধে ফেলে বোলাররা।
পেসার হাসান মাহমুদ নেন তিন উইকেট। ক্ষিপ্র ফিল্ডিংয়ে লঙ্কান তিন ব্যাটসম্যানকে রানআউট করে বাংলাদেশ। জবাবে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শান্ত বাহিনী। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শান্ত। দুই ওপেনার সাইফ হাসান ৩৩ ও সৌম্য সরকার করেন ২৭ রান।