বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জমি জমা বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের চারজন মহিলাসহ অন্ততঃ ৯ জন আাহত হয়েছে। আহতরা হচ্ছে ফোরকান মুন্সি(৭০), শাহিন(১৮), বশির (৩৪), জসিম(৩০), তারাভানূ (৪০), আব্দুল মুন্সি(৬০), আমেনা(৬৫), জরিনা(৫০)। আহত সবাইকে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানাগেছে, ২৬ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় পটুয়াখালী জেলা শহরতলী হেতালিয়া বাঁধঘাট এলাকায় জমি জমা বিরোধ মিমাংসার শালিস বৈঠক চলাকালে দুই চাচাতো ভাই ফোরকান মুন্সি ও বারেক চৌকিদার এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন মহিলাসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আহত সবাইকে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে মামলার প্রস্তুতি চলছে। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। #