বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে মাঝ বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার শেষ বিকেলে ঝাউ বন সংলগ্ন সমুদ্র সৈকতে অর্ধগলিত লাশটি স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে কোনো নিখোঁজ হতভাগ্য জেলের লাশ হতে পারে বলে স্থানীয় ও পুলিশ ধরানা করেছে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।