বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিশ্ব পর্যটন দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত।
গতকাল ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৯.৩০ মিনিট সময় জেলা প্রশাসকের দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযেদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি এডিএ নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের াধারন সম্পাদক এম.এ মোতালেব শরীফ, ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। সভায় পর্যটন সম্পর্কিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।