বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের মুলাদী উপজেলার ছেলে আলমগীর (২৩) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে খুন হয়েছেন। আজ সোমবার ভোরে স্থানীয় কালিন্দী ইউনিয়নের ভাগনা মাদ্রাসা গলি থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। আলমগীর পেশায় অটোরিকশা হলেও র্যাবের সোর্স হিসেবেও কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়- বরিশালের মুলাদী উপজেলার মোস্তফা বেপারির ছেলে আলমগীর বাবা-মায়ের সঙ্গে কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম মোল্লা সাংবাদিকদের জানান, রাস্তার ওপর আলমগীরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। শরীরে একটি মাত্র আঘাতই রয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে আলমগীর বাসা থেকে বের হয়। এর পর রাত ২টার দিকে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত জখম নিয়ে আলমগীর দৌড়ে মাদ্রাসা গলির রাস্তায় পড়েছিল। সেখানেই তার মৃত্যু হয়। ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহতের ছোট ভাই জুয়েল সাংবাদিকদের জানান, আলমগীর বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকলেও তার স্ত্রী ও একটি কন্যাসন্তান রয়েছে। তারা বরিশালে থাকেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম মোল্লা সাংবাদিকদের জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের পরবর্তী জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’