বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগময় মুহুর্তের মূর্যাল স্থাপন করা হয়েছে। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ম্যুরালটি স্থাপন করা হয়।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর জন্মদিনে সন্ধ্যার পর ম্যুর্যাল উম্মোচন করেন বরিশাল সিটি করপোশেনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, ম্যুরালের উচ্চতা ৫০ ফুটও প্রশস্ত ৪০ ফুট। চারুকলার অভিজ্ঞ শিল্পিরা ম্যুরালটি নির্মান করেছেন।
মুর্যাল উম্মোচনের আগে বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধার পরে আতশবাজি ফুটিয়ে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদি উদযাপন করেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।