বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মোঃ মিজানুর রহমান জুয়েল মনপুরা ভোলা প্রতিনিধি ঃভোলার মনপুরায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮সেপ্টেম্বর) বাদ যোহর হাজির হাট মার্কাস জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মার্কাস মসজিদের খতিব মুফতি মোঃ ইউছুফ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আয়োজন করেন মনপুরা উপজেলা আওয়ামীলীগ।
এসময় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাওলাদার, প্রেস ক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন,প্রচার সম্পাদক প্রভাষক ছালাউদ্দীন, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর,ছাত্রলীগ সম্পাদক সুমন ফরাজি। যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রমুখ।