বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ২৭ দিন পর মাদ্রাসা ছাত্রী (১৬) কে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পৌরশহরের ফেরীঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে। পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় রজপাড়া গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয় সে। ঘটনার দিন তার বাবা জাফর মৃধা থানায় অভিযোগ করেন। উদ্ধারকৃত ওই ছাত্রী টিয়াখালী ইউনিয়নের রজপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল উত্তর্ীন হয় বলে জানা গেছে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, ভিকটিমকে উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবতী পদক্ষেপ গ্রহন করা হবে।