বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় অভিযান চালিয়ে ৬ হাজার পিচ ইয়াবাসহ জনৈক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন ওই এলাকার আক্তারুজ্জামান নামের এক ব্যক্তির ভাড়াটিয়া ঘর থেকে শেখ রিয়াজ উদ্দিন (৩৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন টিম আটক করে। মাদক উদ্ধার অভিযানের বিষয়টি বুধবার দুপুরে এক জিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ডিবি পুলিশ কার্যালয়।
আটক শেখ রিয়াজ উদ্দিন পিরোজপুরের স্বরুপকাঠি (নেছারাবাদ) উপজেলার জগন্নাতকাঠি গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
ডিবি পুলিশ ওই বিজ্ঞপ্তিতে জানায়- বরিশালের চরবাড়িয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে শেখ রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছে। মঙ্গলবার এই খবর বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়ে এসআই দোলোয়ার হোসেনের নেতৃত্বাধীন টিমটি সেখানে হানা দিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসায় তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। পরে বুধবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শেখ রিয়াজ উদ্দিনকে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ আদেশ দেন।’