বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে গতকাল রাতেই ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার আকস্মিক তার শারীরিক অবস্থার অবস্থার অবনতী হলে রাত সাড়ে ৯টার দিকে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিউতে নিবিড় পরিচর্যায় আছেন। তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার। উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা বর্ষিয়ান রাজনৈতিক নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর অসুস্থতার সংবাদে নগরবাসী মুচড়ে পড়েছেন। সকলেই তার সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বরিশাল প্রতিদিনের সম্পাদক কাজী মফিজুল ইসলাম, প্রকাশক ডাঃ এস এম জাকির হোসেনসহ প্রতিদিন পরিবার।