বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। তিনি স্ত্রী সন্তান এবং বাসার আরও চারজন স্টাফসহ মোট ৮জন করোনা আক্রান্ত হয়েছেন। ্আক্রান্ত সকলেই রাধানী ঢাকার বেইলি রোডের নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছের বলরাম পোদ্দার স্বয়ং।
বরিশালের গৌরনদীর সন্তান ও জনতা বাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার বুধবার বুধবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, ১৫ সেপ্টেম্বর জ্বর ও সর্দি-কাশিসহ শরীর ব্যথা অনুভব করেন। গত দুইদিন পর স্ত্রী বিলকিস আক্তার নিপা জ্বর ও কাশিতে আক্রান্ত হন। এরপর রাহুল পোদ্দার ও মেয়ে পিয়াংকা পোদ্দারও জ্বর ও কাশিতে আক্রান্ত হয়। একই সাথে তার বাসার চারজর ষ্টাফও করোনা আক্রান্ত হন।
এরপর তিনি করোনা পরীক্ষা করান। ২৬ সেপ্টেম্বর রিপোর্ট পজিটিভ এসেছে তার। পরে সন্দেহ হলে স্ত্রী, ছেলে ও মেয়ে নমুনা পরীক্ষা করান। পরবর্তীতে তাদের রিপোর্টও পজিটিভ আসে।
অ্যাডভোকেট বলরাম পোদ্দার সাংবাদিকদের বলেন- গত কয়েকদিন ধরে আমি আমার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তবে এখন উন্নতির দিকে। এখনও হালকা জ্বর ও কাশি রয়েছে। এই মুহূর্তে অন্য কোনো উপসর্গ (গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই। আমরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। ২/১ দিনের মধ্যে আক্রান্ত সকলে আবার করোনা পরীক্ষা করবেন বলে জানান। বলরাম পোদ্দার মুঠোফোনে অসুস্থ্য সাবেক চিফ হুইফ , জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানত এমপির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।