বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কারীর ওপর হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন তিনি।
কলেজ সূত্র জানা যায়, শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করেছিলেন কলেজের প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান। দুপুর সোয়া ১টার দিকে ইতোপূর্বে ছাত্রত্ব বাতিল হওয়া রাকিবের নেতৃত্বে উত্তমসহ ৫/৬ জন তার কাছে চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ পরিচয়ধারীরা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা তাকে চর-থাপ্পড় আর এলোপাতাড়ি লাথি-ঘুষি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
প্রধান সহকারীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন, জানিয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল।’