বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান উপ-কমিটির প্রেরিত স্বাস্থ্য সেবা সামগ্রী অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে স্বাস্থ্য সেবা সামগ্রী হস্তান্তর করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালীর কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন। উক্ত স্বাস্থ্য সেবা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদস্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সদর উপজেলা নিাবাহী অফিসার লতিফা জান্নাতী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন
সম্পাদক শাহানুর হক প্রমুখ।
কোভিড -১৯ সংক্রমন রোগের চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান উপ-কমিটির প্রেরিত স্বাস্থ্য সেবা সামগ্রীর চারটি অক্সিজেন কনসেনট্রেটর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এর কাছে হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আফজাল
হোসেনসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।