পটুয়াখালীতে চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে শিকল দিয়ে বেঁেধ নির্যাতন - The Barisal

পটুয়াখালীতে চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে শিকল দিয়ে বেঁেধ নির্যাতন

  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২০, ০৫:৩৯
  • 1034 বার পঠিত
পটুয়াখালীতে চার মাসের  অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে শিকল দিয়ে বেঁেধ নির্যাতন
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে যৌতুক না পেয়ে চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে শিকল দিয়ে বেঁেধে লোহার পাইপ ও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপুর্যপরি পিটিয়ে গুরুতর জখম করেছে পাষান্ড স্বামী হাইরুল রাঢ়ী ওরুফে ইমরান রাঢ়(ি৩৫), জল্লাদ শাশুড়ী আলেয়া বেগম(৬৪), নিষ্ঠুর জা হাওয়া বেগম(৪০)সহ অন্যরা। এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে আব্দুর রব রাঢ়ীর বসত ঘরে। এ ঘটনায় জা হাওয়া বেগমকে আটক করলেও অজ্ঞাত করনে তাকে ছেড়ে দেয়া হয়েছে স্থানীয় সাবেক মেম্বর ইস্কান্দার রাঢ়ী এবং বর্তমান মেম্বর বারেকদ্বয়ের তদবিরে।
২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসারত চার মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী মানছুরা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, ৮ বছরের আগে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামে আব্দুর রব রাঢ়ীর ছেলে হাইরুল রাঢ়ী ওরুফে ইমরান রাঢ়ী (৩৫) এর সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক তার বিয়ে হয়। স্বামী হাইরুল রাঢ়ী ওরুফে ইমরান রাঢ়ী ঔরষে তার গর্ভে একটি পুত্র স্তান হয়। তার বয়স ৬ বছর। বিয়ের পর থেকে শাশুরি আলেয়া বেগম ও জা’ হাওয়া বেগমের কু-পরামর্শে তার স্বামী প্রায় সময় বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা আনার জন্য বলে। টাকা দিতে না পারলে তাকে মারধর করে আসতো। ঘটনার দিন ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে যৌতুক টাকা আনতে অস্বীকার করায় স্বামী ইমরান রাঢ়ী, শাশুড়ি আলেয়া বেগম ও জা হাওয়া বেগম তাকে শিকল দিয়ে বেঁধে লোহার রড ও লোহার পাইপ দিয়ে শরীরে বিভিন্ন স্থনে উপুর্যপরি পিটিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় ৬ বছরের ছেলে কাছে আসলে ছেলের গাঁয়ে পাইপের বাড়ি লাগে বলে জানান মানছুরা। পাষন্ড স্বামী, শাশুড়ি ও জা ছেলেকে রেখে তাকে ঘর থেকে বের করে দেয়। খবর পেয়ে বড় ভাই মিজানুর রহমান সিকদার, ছোট ভাই শাহিন সিকদার এলাকার একজন দফাদারকে সাথে নিয়ে পরদিন মানছুরাকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে এবং লিখিত অভিযোগ করে মানছুরা। পুলিশের এসআই রুনা মানছুরার গুরুতর অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন বলে বড় ভাই মিজানুর রহমান জানান। বিকেলে আসামী হাওয়াকে আটক করে থানায় নিয়ে আসলে এলাকার দুই মেম্বর শালিস বিচার করার কথা বলে হাওয়াকে ছাড়িয়ে নিয়েছে বলেও বড় ভাই মিজানুর রহমান জানান। এ অভিযোগের তদন্ত কর্মকর্তার মুঠো ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। সদর থানার ইনচার্জ ছুটিতে আছেন। তদন্ত অফিসার অভিযোগের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। #

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট