বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৩২৯ মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন এর স্বামী বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ও দি-চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক প্রথম শ্রেনীর বিশিস্ট ঠিকাদার সমাজসেবক মোঃ জাহিদ হেসেন বাচ্চু তালুকদারের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-০১ আসনের সাংসদ এড. মোঃ শাহজাহান মিয়া, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ পটুয়াখালী-০২ আসনের সাংসদ আসম ফিরোজ, পটুয়াখালী- ০৩ আসনের সাংসদ এস এম শাহজাদা সাজু, পটুয়াখালী -০৪ আসনের সাংসদ মহিববুবুর রহমান মহিব, পটুয়াখালী-০১ আসনের সাবেক সাংসদ এবিএম রুহুল আমিন হাওলাদার, এলজিইডি’র সাবেক সচিব বর্তমান তথ্য কমিশনের সদস্য আব্দুল মালেক, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ফয়েজ আহমেদ, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, জেলা কৃষক লীগের সভাপতি তসলিম সিকদার, সাধারন সম্পাদক খন্দকার শামসুল ইসলাম বাবুল, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পৌরসভা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য এড. সুলতান আহমেদ মৃধা, জেলা জাসদের সভাপতি এড. খন্দকার আঃ হাই, সাধারন সম্পাদক শ.ম.দেলোয়ার হোসেন দিলিপ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাধারন সম্পাদক মুফতী সালাহ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতেক, সামাজিক, সাংস্কৃতিক এবং ব্যক্তিবর্গ।
প্রকাশ, মোঃ জাহিদ হোসেন বাচ্চু তালুকদার রবিবার ভোর ৫টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে আসে। রবিবার বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পটুয়াখালী পৌরসভা মুসলিমপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।