বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান চালিয়েছে সাত রোগী দালালকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকালে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ফরাজী ও সাইদুল ইসলামের নেতৃত্বে তাদের হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে আটক করা হয়।
আটকরা হচ্ছেন- নাদিম (৪০), তানজিলা (১৮), সনিয়া (২৪), আসমা (৩২), মনিরুল ইমলাম (৩০), জহিরুল ইসলাম (৩০) এবং বাবুল (৪০)।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকে ভর্তি করা থেকে শুরু করে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যেতে প্রভাবিত করে এই দালালরা। তারা সরকারি হাসপাতালে এই চিকিৎসা নেই, অল্প খরচে ক্লিনিকে ভালো চিকিৎসা হবে, সরকারি হাসপাতালে রোগনির্ণয়ের ব্যবস্থা নেই, অল্প খরচে অন্য জায়গায় সঠিক পরীক্ষা-নিরীক্ষা হবে উল্লেখ করে রোগীর স্বজনদের বিভ্রান্ত করে ফেলে। উদ্বিগ্ন স্বজনদের অনেকেই দালালদের কথায় বিশ্বাস করে সরকারি হাসপাতাল ত্যাগ করেন এবং দালালদের দেখানো জায়গায় চিকিৎসা নেয়। এতে নিম্ন মানের চিকিৎসা এবং বিপুল অর্থ গচ্ছ যায় রোগিদের।
অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ফরাজী জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনার আলোকে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হতে পারে।’