বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় ২৬০০ শত জেলের মধ্যে বিশেষ ভিজিএফ এর চাল বিতরন করা হয়। প্রত্যেক জেলেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
সোমবার সকাল ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫ শত জেলে ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২১০০ শত জেলের মধ্যে চাল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা এসিল্যান্ড মোঃ সেলিম মিয়া।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, মৎস্য অফিসার আবদুল গাফফার, ট্যাগ অফিসার আরডিও এইচ এন সুমন, ট্যাগ অফিসার পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোকাম্মেল হক, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য সোহেল সহ জেলে ও জেলে পরিবারের সদস্যরা।