বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫ অক্টোবর।। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের শ^াশুড়ি সেলিনা আমিনের রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আছর নামাজ বাদ নতুন বাজার জামে মসজিদে উপজেলা ছাত্রদলের এ মিলাদ আয়োজন করে। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা আনিছুর রহমান। দোয়া মিলাদে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল সিকদারের ভাই টুকু সিকদার এবং উপজেলার ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের শ^াশুড়ির রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া এসময় যুবদল সভাপতি আক্কাছ উদ্দীনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।