বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনায় মারা গেলেন জেলা পুলিশের কনস্টেবল নিকুঞ্জ দেবনাথ।
পুলিশ সূত্রে জানাগেছে, করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধা জেলা পুলিশের কনস্টেবল নিকুঞ্জ চন্দ্র দেবনাথ ২৫৫ (বিপি-৬৫৮৪০৮৮৭২০৫) ৪ অক্টোবর রবিবার রাত ৯টায় ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনায় চিকিৎসারত অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন। তিনি গত ১২ সেপ্টেম্বর অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ সেপ্টেম্বর পুলিশের এ্যাম্বুলেন্সে তাকে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রেরন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রবিবার রাত ৯টায় তিনি মারা যান (ওঁম বিদ্যান স্ব-গচ্ছতি)। পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবয় তার আত্মার শান্তি এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পুলিশের কনস্টেবল নিকুঞ্জ চন্দ্র দেবনাথ ২৫৫ (বিপি-৬৫৮৪০৮৮৭২০৫) ০১.০১.১৯৬৫ সালে বরিশাল বন্দর থানাধীন পতাং গ্রামে জন্ম গ্রহন করেন। ২৬.০১.১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ বহু আত্মাীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার পিতা শ্রী নেপাল চন্দ্র দেবনাথ। তিনি ৩৬ বছর ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য দেশ ও জনগনের কল্যানে কাজ করে গেছেন।