বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ শেবাচিম হাসপাতালের সামনের ৭টি ফার্মেসীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ হেফাজতে রাখা এবং বিক্রির দায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত মঙ্গলবার (০৬ অেক্টাবার) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। ওষুধ প্রশাসন এবং র্যাবের একটি দল অভিযানে সহায়তা করে।
নগরীর বান্দ রোডের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ হেফাজতে রেখে বিক্রির দায়ে কাজী মেডিসিন থেকে ২০ হাজার, আহসান ব্রাদার্স থেকে ১৫ হাজার, তুহিন মেডিকেল হল থেকে ১০ হাজার, ঔষধ বিতান থেকে ১৫ হাজার, লিমন মেডিকেল হল থেকে ৪০ হাজার, শামীম মেডিকেল হল থেকে ২৫ হাজার এবং খান মেডিসিন হাউজ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।এ সময় ভ্রাম্যমান আদালত প্রতিটি ফার্মেসী থেকে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করেন।জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদার।