অব‌শে‌ষে ভোর‌বেলা চার নাবালক শিশু আপনজ‌নের কা‌ছে - The Barisal

অব‌শে‌ষে ভোর‌বেলা চার নাবালক শিশু আপনজ‌নের কা‌ছে

  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২০, ২২:০৪
  • 754 বার পঠিত
অব‌শে‌ষে  ভোর‌বেলা চার নাবালক শিশু আপনজ‌নের কা‌ছে
সংবাদটি শেয়ার করুন....

হাই‌কো‌র্টের আদেশের পর ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জে ধর্ষ‌ণের অভিযো‌গে দা‌য়েরকৃত মামলার ৪ নাবালক শিশু আসামি‌কে নিজ নিজ বা‌ড়ি‌তে পৌঁছে দি‌য়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মি‌নি‌টে একটি মাইক্রোবাস যো‌গে ওই ৪ শিশু‌কে বা‌কেরগ‌ঞ্জের রুনশী গ্রা‌মে নি‌য়ে আসেন প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় সেখা‌নে হৃদয় বিদারক দৃ‌শ্যের অবতারণা হয়। গা‌ড়ি থে‌কে নামার সঙ্গে সঙ্গে শিশু‌দের বু‌কে টে‌নে নি‌য়ে স্বজনরা কান্নায় ভে‌ঙে প‌ড়েন।

স্বজন‌দের হা‌তে ওই ৪ শিশু‌কে বু‌ঝি‌য়ে দেওয়ার সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, জেলা প্রশাসক কার্যাল‌য়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পার‌ভেজ, বা‌কেরগঞ্জ থানার ওসি আবুল কালামসহ প্রশাস‌নের স্থানীয় কর্মকর্তারা।

এর আগে উচ্চ আদাল‌তের নি‌র্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রা‌তে বরিশা‌লের শিশু আদালত ওই ৪ শিশু‌কে জামিন দেন।

এরপর রা‌তেই ব‌রিশাল কেন্দ্রীয় কারাগা‌রের সি‌নিয়র জেল সুপার য‌শোর কি‌শোর উন্নয়ন কে‌ন্দ্রের সহকারী প‌রিচাল‌ককে তা‌দের মু‌ক্তির জন্য মেই‌লে বার্তা পাঠান। সেই বার্তা অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দি‌কে মাইক্রোবাস যো‌গে ৪ শিশু‌কে নি‌য়ে ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের উদ্দেশে যাত্রা ক‌রেন প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার সকা‌লে শিশু‌দের হা‌তে পে‌য়ে স্বজনরা আদাল‌তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রেন। পাশাপা‌শি মি‌থ্যা অভি‌যোগকারী‌দের বিরু‌দ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দা‌বি জানান।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ব‌লেন, আমরা উচ্চ আদাল‌তের নির্দেশনা পালন ক‌রে‌ছি। আর গোটা বিষয়‌টি নি‌য়ে তদন্ত চল‌ছে। তদন্ত শে‌ষে ঘটনার মূল্য রহস্য উদঘাটন হ‌বে।

গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সাথে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেফতার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। বাংলা নিউজ

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট