বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দাম্পত্য কলহের জের ধরে হত্যার উদ্দেশ্যে দুই শিশু শ্যালককে নদীতে নিক্ষেপ করেছেন দুলাভাই। এতে ১৮ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে সাত বছর বয়সী অপর আরেক শিশুর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। দুলাভাই মোসলেম আলী (২৪) শ্যালকদের হত্যা চেষ্টার কথা স্বীকার করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খর¯্রােতা বিষখালীর নদীর সঙ্গে যুক্ত একটি জলাশয়ে প্রথমে সাত বছরের শিশু আবদুল্লাহকে নিক্ষেপ করেন তাদের দুলাভাই মোসলেম (৩০)। এতে শিশু আবদুল্লাহর মৃত্যু হলে তার মৃতদেহ বিষখালী নদীতে ভাসিয়ে দেন তিনি। এরপর ১৮ মাস বয়সী অপর শিশু আফসানকে জলাশয়ে নিক্ষেপ করার সময় আবদুর রহীম নামের স্থানীয় একজন ঘটনাটি দেখে ফেলেন। পরে আবদুর রহিমের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয় শিশু আফসানকে। তবে শিশু আবদুল্লাহর মৃতদেহ বহু খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।