বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভার মুসলিমপাড়া নিবাসী মরহুম কাজী আহম্মদুল্লাহ এর স্ত্রী বিশিস্ট ব্যবসায়ী মেঃ নাসরুল্লাহ সিকদারের মাতা আলহাজ্ব মোসাঃ হোসনেয়ারা বেগমের জানাজায় মানুষের ঢল।
শুক্রবার জুম্মাবাদ পটুয়াখালী পৌরসভা চত্বরে জানাজা নামাজ পরিচালনা করেন মুসলিমপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আব্দুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড় মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ, পৌরসভার মেয়র ও দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহমেদ, এ্যাডভোকেট মোঃ নিজামউদ্দিন আহমেদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলসহ শহরের বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বৃহষ্পতিবার রাত ৯.১৫ মিঃ সময় বার্ধক্যজনিত রোগে হোসনেয়ারা বেগম তার নিজবাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে ও চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। নাসরুল্লাহ সিকদারের মাতার মৃত্যুতে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ গভীর শোক প্রকাশ করে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।