বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চট্টগ্রামে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৮
চট্টগ্রাম মহানগরীর সিঅ্যান্ডবি এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক।
তিনি জানান, ওই তরুণী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি মোড়ে আসেন। সেখান থেকে রিকশায় চড়ে সে চকবাজারের বাসায় যাচ্ছিল। কিন্তু রিকশা থেকে তুলে নিয়ে রাস্তার পাশের একটি ডাস্টবিনের আড়ালে দলবেঁধে তাকে ধর্ষণ করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক বলেন, তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।