বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ক্ষুদ্রকাঠী এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে র্যাব-৮।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে ওই এলাকায় র্রাব-৮ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাবুগঞ্জের ইদিলকাঠি এলাকার আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. আবুল হোসেন (৪৫) ও ক্ষুদ্রকাঠী এলাকার মৃত আদম আলী খানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
জিজ্ঞাসাবাদ শেষে আটক ২ জনকে ওই রাতেই বিমানবন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।