মনপুরায় সেই আলাউদ্দিনের কিশোরী মেয়েকে মারধর / আদালতে মামলার প্রস্তুতি - The Barisal

মনপুরায় সেই আলাউদ্দিনের কিশোরী মেয়েকে মারধর / আদালতে মামলার প্রস্তুতি

  • আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২০, ১১:২২
  • 736 বার পঠিত
মনপুরায় সেই আলাউদ্দিনের কিশোরী মেয়েকে মারধর / আদালতে মামলার প্রস্তুতি
সংবাদটি শেয়ার করুন....

মনপুরা (ভোলা) প্রতিনিধি \
ভোলার মনপুরায় আলোচিত ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী নিহত আলাউদ্দিনের কিশোরী মেয়েকে বাড়ির উঠানে মারধর করে প্রতিবেশী শামীম মাষ্টার ও তার স্ত্রী। ভোলার এক টেলিভিশন সাংবাদিককে মনপুরার বাড়িতে বাবা হত্যার বিচারের দাবীতে বক্তব্য দেওয়াকে নিয়ে মারধর করে বলে অভিযোগ করছেন নিহত আলাউদ্দিনের স্ত্রী রিতু বেগম।

গত ২ অক্টোবর শুক্রবার নিজ বাড়ির উঠানো মারধরে আহত কিশোরী সুমাইয়া (১৫) কে প্রথমে মনপুরা হাসপাতালে ১ দিন ও শেষে ভোলা সদর হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন ছিলেন।

এদিকে সন্তানের চিকিৎসা শেষে বিভিন্ন জনের হুমকিতে বাড়ি ফিরতে ভয় পাচ্ছে বলে জানান নিহত ব্যবসায়ীর স্ত্রী রিতু বেগম। এছাড়াও মারধরের ঘটনার দিন পুলিশের লোকজন বাড়ি গিয়ে শামীম মাষ্টারের সাথে মিমাংশার জন্য চাপ দেয় বলে অভিযোগ নিহত ব্যবসায়ীর স্ত্রী রিতু বেগমের। এদিকে বিচারের দাবীতে আগামী সোমবার ভোলায় নারী ও শিশু নির্যাতন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সময় টেলিভিশনের জেলা প্রতিনিধিকে নিহত ব্যাংক এজেন্ট ব্যবসায়ী আলাউদ্দিন হত্যার বিচার চেয়ে বক্তব্য দেন স্ত্রী রিতুবেগম ও কন্যা সন্তানরা। এই সময় ওরা প্রতিবেশী শামীম মাষ্টার হত্যায় জড়িত থাকার অভিযোগ করেন। পরদিন শুক্রবার বিষয়টি জেনে শামীম মাষ্টার ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠানে গিয়ে নিহত আলাউদ্দিনের কিশোরী মেয়ে সুমাইয়াকে মারধর করে। এতে কিশোরী সুমাইয়া আহত হলে প্রথমে মনপুরা সদর হাসপাতালে একদিন চিকিৎসাধীন ছিলেন। পরে ভোলা সদর হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে সুস্থ হন। সুষ্ঠ বিচার ও নিজেদের রক্ষা করতে ভোলায় মামলার প্রস্তুতি নিচ্ছেন পরিবারটি।

এই ব্যাপারে অভিযুক্ত শামীম মাষ্টার জানান, ঘটনার দিন আমি আমার ছেলেকে নিয়ে ফকিরহাট বাজারে সেলুনে চুল কাটাছিলাম। আমার বিরুদ্ধে কেন যে পরিবারটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করছে বুঝতে পারছিনা।

এই ব্যাপারে নিহত ব্যবসায়ীর স্ত্রী রিতু বেগম জানান, স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে গিয়ে বিভিন্ন হুমকি ধামকীর মধ্যে পড়েছি। এমনকি সন্তানরা তার বাবা হত্যার বিচার চাইতে টেলিভিশন সাংবাদিককে বক্তব্য দেওয়ায় মারধর করে প্রতিবেশি শামীম মাষ্টার ও তার স্ত্রী। এছাড়াও পুলিশ প্রশাসন সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেন।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাশুনে পুলিশ পাঠিয়ে ছিলাম। তবে পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট