বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধকালিন পটুয়াখালীর ডেপুটি কমান্ডার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত এর অকাল মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত।
গতকাল ১০ অক্টোবর শনিবার বাদ আছর পটুয়াখালী পৌর শহরের ফার্ম রোডস্থ কমান্ডার হাউজে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পটুয়াখালী জেলা কমিটির আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদবরবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাবের হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. খন্দকার আঃ হাই, সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামান চুন্নু, জাসদ নেতা মুশফিকুর রহমান মামুন খান, নুরু হাওলাদার, ফারুক মাস্টার, হাসান তালুকদার, রেজাউল করিম সাজু, মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রমুখ।