বরিশাল ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোটার ॥ বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ বরিশাল মহানগরী কমিটি গঠন করা হয়েছে। নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি গাজি আব্দুস সালাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জিয়া শাহীন। বিশেষ অতিথি ছিলেন জেলা সম্পাদক ফিরোজ আহমেদ। বক্তব্য রাখেন অফিস সহকারী রহিমা বেগম, শিরিন আক্তার, হাবিবুর রহমান মোঃ আবু হানিফ, মোঃ আল আমিন, খন্দকার শহিদুর রহমান। প্রধান আলোচক জিয়া শাহীন তার বক্তব্যে অফিস সহকারীদের বৈষম্য দূরীকরণে প্রধান শিক্ষকদের সহায়তা কামনা করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সকল তৃতীয় শ্রেণী কর্মচারীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান। ১০ম গ্রেডে বেতন, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার উপর জোড় দেন। প্রধান অতিথি তার বক্তব্যে অফিস সহকারীদের বৈষম্য দূরকরনে সরকারের কাছে জোড় দাবি জানান। সভাপতি তার বক্তব্যে তৃতীয় শ্রেণী কর্মচারীদের কর্মঘন্টা নির্ধারণে দাবি জানান। পরে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি, আবু হানিফকে সাধারণ সম্পাদক এবং মোঃ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগরী কমিটি গঠন করা হয়।